অনলাইন ডেস্ক
ঝিনাইদহ সদর উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। এ সময় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হারানঘাট গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গোলাম ফারুকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সদর উপজেলার দোগাছি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজ বিশ্বাসের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। সংঘর্ষের সূত্রপাত হয় নজরুল ইসলামের সমর্থক মিঠু বিশ্বাসকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা থেকে।
পরে বিকেলে সিরাজ বিশ্বাসের সমর্থকরা বাড়ি ফিরছিলেন, পথে হারানঘাট গ্রামে নজরুল ইসলামের সমর্থকরা তাদের ধাওয়া করে। তারা স্থানীয় নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পে আশ্রয় চাইলেও, পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের সময় ধারালো অস্ত্র দিয়ে গোলাম ফারুক ও রকিবুল ইসলামকে গুরুতর জখম করা হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ছোঁয়া ইসরাইল জানিয়েছেন, আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংঘর্ষে জড়িতদের আটক করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।