অনলাইন ডেস্ক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে রোববার (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তার একাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসক জাহিদ হোসেন জানান, তিনি মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে আছেন। তার স্বাস্থ্য জটিল হওয়ায় চিকিৎসকরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা দিচ্ছেন। পাশাপাশি দেশবাসীর কাছে খালেদা জিয়া তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেছেন বলেও জানান তিনি।
রোববার রাতেই তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ দেখা দেওয়ায় হৃদ্যন্ত্র ও ফুসফুসও আক্রান্ত হয়েছে। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় তাকে দ্রুত হাসপাতালে আনা হয়। তিনি বলেন, “যে পরীক্ষাগুলো জরুরি ছিল, তা তাৎক্ষণিকভাবে করেছি এবং প্রয়োজনীয় চিকিৎসাও শুরু করা হয়েছে। এখন তিনি সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা ও পর্যবেক্ষণে আছেন।”
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ফুসফুসসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন।