আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টি.টিপি) হামলায় সাতজন নিহত এবং একজন আহত হয়েছেন। হামলায় স্থানীয় শান্তি কমিটির অফিস লক্ষ্যবস্তু ছিল।
অভ্যন্তরীণ মন্ত্রী মোহসিন নকভি এই হামলাকে “শান্তি বিঘ্নিত করার কুশীলবী কর্মকাণ্ড” হিসেবে নিন্দা জানান এবং ভয় সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারের ঐক্যবদ্ধ অবস্থান পুনর্ব্যক্ত করেন।
হামলাটি পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে ঘটেছে। পাকিস্তান বারবার অভিযোগ করেছে যে আফগান তালেবানরা টি.টিপি যোদ্ধাদের আফগান মাটিতে কার্যক্রম চালানোর সুযোগ দিচ্ছে, যা তালেবান সরকার অস্বীকার করে আসছে।
বিশ্লেষকরা বলছেন, খাইবার পাখতুনখোয়ায় স্থায়ী অস্থিতিশীলতা বিস্তৃত সন্ত্রাসবিরোধী প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। হামলাটি সরকার দাবি করা অগ্রগতি সত্ত্বেও টি.টিপি হুমকির অব্যাহত উপস্থিতি তুলে ধরেছে।