অনলাইন ডেস্ক
রাজধানীর কড়াইল বস্তিতে লেগে থাকা ভয়াবহ আগুন সাড়ে ৪ ঘণ্টা পেরিয়েও নিয়ন্ত্রণে আসেনি। পানি সংকটের কারণে আগুন নিভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত পৌনে ১০টা পর্যন্ত আগুন জ্বলছিল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট।
ফায়ার সার্ভিস জানায়, বিকেল সোয়া ৫টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগে। রাজধানীর তীব্র যানজটের কারণে শুরুতে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগে। প্রথমে ১১টি ইউনিট কাজ শুরু করে, পরে পানি সংকট দেখা দিলে আরও ৮টি ইউনিট যোগ করা হয়।
নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, “ঘটনাস্থলে পানির তীব্র সংকট রয়েছে। সেই কারণে অতিরিক্ত পানিবাহী ইউনিট পাঠানো হয়েছে। আমাদের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করছেন।”
বস্তির বেশির ভাগ ঘর টিন, বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরপরই বস্তির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
স্থানীয়দের মতে, শতাধিক ঘর পুড়ে গেছে। পোশাকশ্রমিক, রিকশাচালক, হকার ও দিনমজুর—এসব নিম্নআয়ের বাসিন্দার অনেকেই আগুন লাগার সময় ঘরে ছিলেন না। আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে আতঙ্কে তারা যে যা পেয়েছেন তা সরিয়ে নিতে চেষ্টা করেন।
ফায়ার ফাইটারদের পাশাপাশি স্থানীয়রাও চাপকল ও পাশের খাল থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টায় যুক্ত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বস্তির বড় একটি অংশজুড়ে আগুনের লেলিহান শিখা এবং বিশাল ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠে গেছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, একদিকে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, অন্যদিকে তা ক্রমেই ছড়িয়ে পড়ছে।