নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের ঘিওরে এক অনুষ্ঠানে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকার গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তার বিচার দাবিতে যখন দেশজুড়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে, ঠিক তখনই বাউল অঙ্গন নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন নারী বাউল শিল্পী হাসিনা সরকার।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, নারী বাউল শিল্পীরা পুরুষ বাউলদের কুপ্রস্তাবে সাড়া না দিলে তাদের কোনো অনুষ্ঠানে ডাক দেওয়া হয় না। এমন পরিস্থিতির শিকার তিনি নিজেও হয়েছেন বলে জানান। তবে তিনি কোনো ব্যক্তির নাম প্রকাশ করেননি।
হাসিনা সরকার ভিডিওতে বলেন,
“বাউলদের বলতাম—আমার তো প্রোগ্রাম নাই, একটু খেয়াল রাখেন। তখন তারা বলত—‘খেয়াল রাখতে হলে কথা শুনতে হবে, যখন ডাকি তখন আসতে হবে।’ আমি জিজ্ঞেস করলে কী চান, তারা বলত—‘এটা কি খুলে বলতে হবে?’ তখন বলেছি—আমার ইজ্জত বিক্রি করে প্রোগ্রাম নেওয়ার দরকার নেই।”
তিনি আরও অভিযোগ করেন,
“এখন বাউল জগতে এমন অবস্থা দাঁড়িয়েছে—নারী বাউলদের বিছানায় নিলেই বায়না দেওয়া হয়। আমাকে অনেকেই এমন প্রস্তাব দিয়েছে। তারা বলত—‘আমাদের কথা শুনবি, তোকে বায়না দেব।’ আমাকে যদি কেউ না ডাকে, তাতেও আমার কিছু যায় আসে না।”
বাউল অঙ্গনের সমালোচনার ঝড়ের মধ্যেই হাসিনা সরকারের এই মন্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে।