আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম ব্রাদারহুডের কিছু শাখাকে বিদেশি সন্ত্রাসী এবং বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণার প্রক্রিয়া শুরু করেছেন। এর ফলে এই গোষ্ঠীর উপর অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, ট্রাম্প একটি নির্বাহী আদেশে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে নির্দেশ দিয়েছেন—লেবানন, মিসর ও জর্ডানে মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার সম্ভাব্যতা যাচাই করতে। প্রতিবেদন জমা দেওয়ার ৪৫ দিনের মধ্যে সম্ভাব্য যেকোনো সংস্থা বা শাখাকে তালিকাভুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন অভিযোগ করেছে, এসব শাখা ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে সহিংসতা সমর্থন বা উসকানি দিচ্ছে এবং ফিলিস্তিনি সংগঠন হামাসকে আর্থিক ও উপকরণগত সহায়তা দিচ্ছে।
মুসলিম ব্রাদারহুড ১৯২০-এর দশকে মিসরে ধর্মভিত্তিক রাজনৈতিক আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এটি বিভিন্ন মুসলিম দেশে ছড়িয়ে পড়ে এবং প্রভাবশালী শক্তিতে পরিণত হয়।