অনলাইন ডেস্ক
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকা যে নতুন অনুরোধ জানিয়েছে, তা পর্যালোচনায় রয়েছে বলে জানিয়েছে ভারত। বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য নিশ্চিত করেন।
জয়সওয়াল বলেন, বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে নতুন করে যে অনুরোধ এসেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরই তা পাঠানো হয়েছে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন।
২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র–জনতার নেতৃত্বাধীন আন্দোলনের মুখে বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান তিনি। এরপর দুই দফায় তাঁকে ফেরত পাঠানোর অনুরোধ জানায় ঢাকা; তবে এবারই প্রথম দিল্লি আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাওয়ার কথা প্রকাশ করল।
সূত্র : রয়টার্স