অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর গঠনপ্রক্রিয়া ও বিচার কার্যক্রম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিএনপি নেতা ফজলুর রহমানকে আদালত অবমাননার অভিযোগে তলব করেছে ট্রাইব্যুনাল। আগামী ৮ ডিসেম্বর তাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায় প্রসঙ্গে একটি বেসরকারি টেলিভিশনের ‘মুক্তবাক’ টকশোতে তিনি ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন তোলেন। তার ওই মন্তব্যকে ট্রাইব্যুনাল ‘রাষ্ট্রদ্রোহিতার শামিল’ বলেও মন্তব্য করেছে।
রবিবার শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এই আদেশ দেয়। আদালত বলেন, “আদালত রাষ্ট্রের অংশ। ফজলুর রহমানের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে।”
গত বুধবার প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়— টকশোতে ফজলুর রহমান দাবি করেছিলেন যে ট্রাইব্যুনালের গঠনপ্রক্রিয়া সঠিক নয় এবং “এই ট্রাইব্যুনালের বিচার মানি না”— এ ধরনের মন্তব্য আদালতের মর্যাদাহানিকর।
উল্লেখ্য, বিতর্কিত মন্তব্যের জেরে গত ২৬ আগস্ট বিএনপি ফজলুর রহমানের দলের সব পদ তিন মাসের জন্য স্থগিত করে। তবে পদ স্থগিত থাকা সত্ত্বেও কিশোরগঞ্জ–৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে তাকে দলীয়ভাবে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে।