আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সম্পর্কে ছড়ানো মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে তার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শনিবার পিটিআই সিনেটর খুররম জিশান জানান, ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে আছেন এবং সুস্থ রয়েছেন।
জিশান বলেন, ইমরান খানের সঙ্গে যোগাযোগ সীমিত রাখা হয়েছে, তাকে একাকী ও নির্জন কক্ষে রাখা হয়েছে যাতে তিনি সরকারের চাপে দেশ ছেড়ে যেতে রাজি হন। এই কৌশলকে তিনি মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সরকার ইমরান খানকে প্রস্তাব দিয়েছে—যদি তিনি বিদেশে গিয়ে নীরব থাকেন, তবে তাকে ছাড় দেওয়া হবে। তবে সাবেক প্রধানমন্ত্রী এই প্রস্তাব মানতে রাজি হবেন না।
জিশান দাবি করেছেন, কারাবাসের পরও ইমরান খানের প্রভাব কমেনি; পাকিস্তানের তরুণ প্রজন্মের মধ্যে পিটিআই শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তার রাজনৈতিক ভাবধারা ইতিমধ্যে প্রজন্মের পর প্রজন্মে প্রভাব ফেলতে শুরু করেছে।
পিটিআই নেতা জানান, সরকার ইমরান খানের ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না, কারণ এটি জনসমর্থন জাগাতে পারে এবং ক্ষমতাসীনদের জন্য ভয়ঙ্কর হতে পারে।
সূত্র: এএনআই