অনলাইন ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত রোববার রাত থেকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ পর্যায়ে পৌঁছেছে। আজ সোমবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আহমেদ আজম খান জানান, “গতকাল রাত থেকে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চলে গেছেন। আমাদের মাঝে ফিরে আসার জন্য লড়াই করছেন। এখনো এমন অবস্থায় নেই যে তাঁর সম্পর্কে বলার মতো সুস্থতার কোনো খবর দিতে পারি। সারা জাতির কাছে শুধু দোয়া চাই।”
তিনি আরও বলেন, বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন বা লাইফ সাপোর্টে আছেন। সিসিইউ থেকে আইসিইউ হয়ে পরিস্থিতি আরও জটিল হওয়ায় ভেন্টিলেশনের প্রয়োজন হয়।
খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকদের পাশাপাশি এখন চীনের চিকিৎসকেরাও যুক্ত হয়েছেন বলে জানান বিএনপির এই নেতা। তাঁর ভাষায়, “সবাই মিলে নিরলস চেষ্টা করছেন। শেষ ভরসা আল্লাহ।”
এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। লিভারজনিত জটিলতা, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে তাঁর।
২৩ নভেম্বর রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেই জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার মতো শারীরিক সক্ষমতা এখন তাঁর নেই।