দেশের চিত্র প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার বগুড়া সফরে আসছেন। প্রায় ১৯ বছর পর তিনি তাঁর পৈতৃক জেলা বগুড়ায় যাচ্ছেন। লন্ডনে দীর্ঘদিন নির্বাসনে থাকার পর দেশে ফেরার পর এটি ঢাকার বাইরে তাঁর প্রথম সফর বলে জানিয়েছে জেলা বিএনপি।
বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা) জানান, আগামী ১১ জানুয়ারি সকালে গুলশানের বাসা থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। বগুড়ায় পৌঁছে তিনি সেখানেই রাত্রিযাপন করবেন। পরদিন বগুড়া জেলা বিএনপির উদ্যোগে সদ্যপ্রয়াত দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন। এই কর্মসূচি বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে তারেক রহমান বগুড়া থেকে রংপুরে যাবেন এবং সেখানে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। তবে তিনি রোববার বিকেলেই রংপুরে যাবেন নাকি বগুড়ার কর্মসূচি শেষে পরদিন রওনা দেবেন—সে বিষয়ে গুলশান কার্যালয় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছেন। পাশাপাশি তিনি ঢাকা-১৭ আসনেও দলের প্রার্থী। গাবতলীতে অবস্থিত তাঁর বাবা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি বগুড়াতেই।
তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বগুড়া সফর করেছিলেন। দীর্ঘ বিরতির পর তাঁর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।