নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদর উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ডের উত্তর ডিককুল মৃত আবদুল জব্বারের ছেলে মোস্তাক আহমদ প্রকাশ মোস্তাক মেস্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ৫ তলা ভবনের ১ম তলার কাজ সম্পন্ন করেছে।প্রাপ্য তথ্যের ভিত্তিতে সরে জমিনে গিয়ে দেখা যায়,অদ্য ২৭সেপ্টেম্বর ১ম তলার ছাঁদ দেওয়া হয়েছে ।অত্র এলাকার যুবক মোং আলমের সাথে কথা বলে জানা যায় আজ খুব ভোরে ছাদের কাজ ছালিয়ে সকাল ১০ টার মধ্যে কাজ শেষ করা হয়।বিশ্বস্থ সুত্রে জানা যায় কউকের লোকজনকে ম্যানেজ করে তিনি দীর্ঘদিন ধরে অত্র ভবনের কাজ চালিয়ে আসছিল।আজ সকাল ১০টায় কউকের ইমারত পরিদর্শক কাসেদ আলীর সাথে মোবেইলে প্রতিবেদকের সাথে এ বিষয়ে কথা হলে আজ বোর্ড মিঠিং এর জন্য কোন টিম বের হবেনা বলে জানান। কউকের সে গোপন খবর মোস্তক মেস্ত্রী জেনে সুযোগের সদ ব্যবহার করেন।কউকের কিছু অসৎ কর্মচারীর কাছ থেকে বুদ্ধি নিয়া ভবনের সামনে টিনের বেড়া দিয়ে তারা লোকজনের নজরে না পড়ার মত করে কাজ চালিয়ে যাচেছন। এ ব্যাপারে এলাকার সচেতন লোকজন সংশ্লীষ্ট কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করছেন।এ ভাবে অনুমোদন বিহীন ভবন এলাকার মানুষের জন্য ঝুঁকির কারন ও হতে পারে বলে অনেকে মত দিয়েছেন। তাছাড়া তাদের ভবনের কাজ হয়ে গেলে অন্যন্যারা ও সে সুযোগ নিবে।কউকের মত একটি প্রতিষ্ঠান এদের কারণে বির্তকিত হতে পারে ও এলাকার মানুষের বিশ্বাস হারাবে। এলাকার সচেতন মহল শীঘ্রই সংশ্লীষ্ট কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করছেন।