নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে থাকা দুই ছাত্র উপদেষ্টাকে ষড়যন্ত্রমূলকভাবে পদত্যাগে বাধ্য করার চেষ্টা চলছে। তিনি বলেন, “তারা আমাদের দলের কেউ নন, কিন্তু গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সরকারে রয়েছেন। তাদের সরানোর অপচেষ্টা জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।”
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যায় নরসিংদী পৌরসভা মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই’ পদযাত্রা কর্মসূচি শেষে পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও জানান, বিচার সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের দাবিতে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশ থেকেই নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করা হবে।
তিনি বলেন, “আমরা বিশ্বাস করি নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মানুষ ঢাকায় এসে দাবি আদায়ে দৃঢ় অবস্থান নেবে। নরসিংদীর উন্নয়নে আমরা কাজ করতে চাই। এখানে ভূমিদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজদের প্রতিরোধ করা হবে।”
এর আগে বিকেল ৫টা ১৫ মিনিটে জেলাখানা মোড় থেকে শুরু হওয়া পদযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা মোড়ে এসে শেষ হয়। দুপুরে নরসিংদী ক্লাবে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সায়োরার তুষার, ইয়াসমিন মিতু, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
Leave a Reply