1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

ধর্ম অবমাননার অজুহাতে মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা: ইসলাম কী বলে?

  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ধর্ম ডেস্ক

সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে মুসলিম সমাজে, একটি ভয়াবহ ও উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মানুষকে গণপিটুনি, হত্যা কিংবা আগুনে পুড়িয়ে মারার মতো নৃশংস ঘটনা।

এসব ঘটনার পরপরই সংশ্লিষ্টরা দাবি করেন, তারা ইসলাম ও ধর্মের মর্যাদা রক্ষার জন্য এমন কাজ করেছেন। কিন্তু প্রশ্ন হলো ,ইসলাম কি সত্যিই এমন সহিংসতা, বিচারবহির্ভূত হত্যা কিংবা অমানবিক শাস্তিকে সমর্থন করে? কুরআন, হাদিস ও ইসলামের মৌলিক নীতির আলোকে বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করা জরুরি।

ইসলামে মানুষের জীবনের মর্যাদা

ইসলাম মানুষের জীবনকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। কুরআনে আল্লাহ তায়ালা বলেন—

“যে ব্যক্তি কাউকে হত্যা করল, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল; আর যে একজনের প্রাণ বাঁচাল, সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচাল।”
(সূরা আল-মায়িদা: ৩২)

এই আয়াত স্পষ্টভাবে ঘোষণা করে, একজন নিরপরাধ মানুষের প্রাণ নেওয়া কত বড় অপরাধ। ইসলামি দৃষ্টিতে মানুষের জীবন পবিত্র, সম্মানিত এবং অক্ষুণ্ন রাখার যোগ্য। কোনো ব্যক্তি বা জনতার হাতে আইন তুলে নেওয়ার অনুমতি ইসলাম দেয় না।

ধর্ম অবমাননা ও ইসলামের অবস্থান

ইসলামে আল্লাহ, রাসুল (সা.), কুরআন ও ধর্মীয় বিশ্বাসের অবমাননা নিঃসন্দেহে গুরুতর অপরাধ। তবে এই অপরাধের বিচার ও শাস্তি নির্ধারণ করার অধিকার ব্যক্তি বা জনতার নয়, বরং রাষ্ট্র ও বৈধ আদালতের।

রাসুলুল্লাহ (সা.)-এর জীবনী পর্যালোচনা করলে দেখা যায়, তিনি নিজে বহুবার অপমান, কটূক্তি ও বিদ্রুপের শিকার হয়েছেন। তায়েফে তাকে পাথর নিক্ষেপ করা হয়েছিল, মক্কায় তাকে ‘পাগল’ ও ‘যাদুকর’ বলা হয়েছিল। তবুও তিনি কখনো প্রতিশোধের জন্য মানুষ হত্যা করেননি, আগুনে পোড়ানোর কথা তো দূরের।

বরং তিনি বলেছেন—

“নিশ্চয়ই আল্লাহ দয়ার সঙ্গে দয়া করেন, কঠোরতার সঙ্গে নয়।”
(সহিহ মুসলিম)

আগুনে শাস্তি: ইসলামের স্পষ্ট নিষেধাজ্ঞা

ইসলামে আগুন দিয়ে শাস্তি দেওয়া সম্পূর্ণ হারাম। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.) স্পষ্টভাবে বলেছেন—

“আগুন দিয়ে শাস্তি দেওয়া আল্লাহ ছাড়া কারো জন্য বৈধ নয়।”
(সহিহ বুখারি)

এই হাদিসের আলোকে বোঝা যায়, কাউকে আগুনে পুড়িয়ে হত্যা করা শুধু অপরাধই নয়, বরং সরাসরি ইসলামের শিক্ষার বিরুদ্ধে বিদ্রোহ। যারা ধর্মের নামে মানুষকে আগুনে পোড়ায়, তারা মূলত আল্লাহর একটি বিশেষ গুণ শাস্তি দেওয়ার অধিকার নিজেদের হাতে তুলে নিচ্ছে, যা মারাত্মক গোনাহ।

বিচারবহির্ভূত হত্যা ও গণপিটুনি

ইসলাম ন্যায়বিচারকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। কুরআনে বলা হয়েছে—

“হে মুমিনগণ! তোমরা ন্যায়ের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও, যদিও তা তোমাদের নিজেদের, পিতা-মাতা বা আত্মীয়দের বিরুদ্ধে যায়।”
(সূরা আন-নিসা: ১৩৫)

ন্যায়বিচার মানে প্রমাণ, তদন্ত, সাক্ষ্য ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে রায় দেওয়া। উত্তেজিত জনতা, গুজব কিংবা আবেগের বশে কাউকে হত্যা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। গণপিটুনি ও আগুনে পোড়ানো আসলে চরম জুলুম, যা ইসলাম ঘৃণা করে।

ধর্মের নামে সহিংসতা: কার স্বার্থে?

ধর্ম অবমাননার অজুহাতে সহিংসতা প্রায়শই ধর্মের চেয়ে রাজনীতি, ব্যক্তিগত প্রতিশোধ কিংবা ক্ষমতার অপব্যবহারের ফল। অনেক ক্ষেত্রে দেখা যায়, গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট কিংবা উদ্দেশ্যমূলক অপপ্রচারকে কেন্দ্র করে মানুষকে উসকে দেওয়া হয়। অথচ ইসলাম গুজব ছড়ানো সম্পর্কেও সতর্ক করেছে—

“হে মুমিনগণ! যদি কোনো ফাসিক ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তা যাচাই করে নাও।”
(সূরা আল-হুজুরাত: ৬)

যাচাই না করে পদক্ষেপ নেওয়া ইসলামি চরিত্রের সম্পূর্ণ বিপরীত।

ইসলামের মূল শিক্ষা: দয়া, সংযম ও প্রজ্ঞা

ইসলামের নবীকে কুরআনে বলা হয়েছে—

“আমি আপনাকে বিশ্বজগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি।”
(সূরা আল-আম্বিয়া: ১০৭)

এই ‘রহমত’-এর শিক্ষা অনুসরণ না করে যারা নিষ্ঠুরতা ও সহিংসতা বেছে নেয়, তারা ইসলামের প্রতিনিধিত্ব করে না। বরং তাদের কাজ ইসলামের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে এবং ইসলামবিদ্বেষীদের হাত শক্তিশালী করে।

রাষ্ট্র ও সমাজের দায়িত্ব

ধর্ম অবমাননার অভিযোগ থাকলে রাষ্ট্রের দায়িত্ব হলো নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার এবং আইনের শাসন নিশ্চিত করা। আর সমাজের দায়িত্ব হলো গুজবে কান না দেওয়া, উত্তেজনা না ছড়ানো এবং মানবিক মূল্যবোধ বজায় রাখা।

ইসলাম কখনোই বিশৃঙ্খলা, মব জাস্টিস কিংবা বর্বরতাকে সমর্থন করে না। বরং ইসলাম বলে—

“ফিতনা হত্যার চেয়েও ভয়াবহ।”
(সূরা আল-বাকারা: ১৯১)

ধর্ম অবমাননার অজুহাতে মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করা ইসলামি শিক্ষা নয়—এটি চরম মানবতাবিরোধী অপরাধ। ইসলাম মানুষের জীবনকে পবিত্র ঘোষণা করেছে, বিচারকে রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সীমাবদ্ধ করেছে এবং আগুন দিয়ে শাস্তি দেওয়াকে সরাসরি নিষিদ্ধ করেছে।

যারা ধর্মের নামে এমন নৃশংসতা চালায়, তারা ইসলামকে রক্ষা করছে না—বরং ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। সত্যিকার অর্থে ইসলাম রক্ষা পায় দয়া, ন্যায়বিচার, সংযম ও মানবিক আচরণের মাধ্যমে, আগুন ও রক্তের মাধ্যমে নয়।

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews