অনলাইন ডেস্ক
ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। সোমবার (২১ এপ্রিল) সকালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে ভ্যাটিকানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। খবর বিবিসির।
ভ্যাটিকানের টেলিভিশন চ্যানেলে কার্ডিনাল কেভিন ফ্যারেল বলেন, “প্রিয় ভাই ও বোনেরা, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের পবিত্র পিতা ফ্রান্সিস আর আমাদের মাঝে নেই। আজ সকালে, রোম সময় ৭টা ৩৫ মিনিটে, তিনি সৃষ্টিকর্তার সান্নিধ্যে চলে গেছেন।”
পোপ ফ্রান্সিসের আসল নাম ছিল জর্জ মারিও বেরগোলিও। আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে জন্ম নেওয়া এই ধর্মগুরু পোপ হওয়ার আগে ওই শহরের আর্চবিশপ হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০১ সালে কার্ডিনাল নির্বাচিত হন।
২০১৩ সালের মার্চে পোপ বেনেডিক্ট ষোলোতমের পদত্যাগের পর কনক্লেভ (কার্ডিনালদের গোপন বৈঠক) থেকে জর্জ বেরগোলিও পোপ হিসেবে নির্বাচিত হন। তিনি ছিলেন ইতিহাসের প্রথম লাতিন আমেরিকান এবং প্রথম জেসুইট পোপ।
পোপ ফ্রান্সিস স্মরণীয় থাকবেন একজন মানবিক, সহানুভূতিশীল ও সংস্কারমুখী ধর্মগুরু হিসেবে। তিনি কেবল খ্রিস্টধর্মের নয়, বরং পুরো মানবজাতির কল্যাণে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছেন—বিশ্বাস, ভালোবাসা ও সহনশীলতার বার্তা ছড়িয়ে দিয়েছেন বিশ্বজুড়ে।
দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন পোপ ফ্রান্সিস। তার মৃত্যুতে বিশ্বজুড়ে কোটি কোটি ক্যাথলিক বিশ্বাসী ও মানবতাবাদী মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।