অনলাইন রিপোর্ট
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে ফ্রান্স। আগামী কয়েক মাসের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
বুধবার (৯ এপ্রিল) ফরাসি টেলিভিশন চ্যানেল ফ্রান্স-৫–এ দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, “আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পথে এগোতে হবে এবং আমরা তা অদূর ভবিষ্যতেই করব। আমাদের লক্ষ্য, আসন্ন জুনে সৌদি আরবে অনুষ্ঠেয় জাতিসংঘ সম্মেলনে, যেটিতে আমরা কো-চেয়ার হিসেবে অংশ নেব, সেই বৈঠকে সিদ্ধান্তটি চূড়ান্ত করা।”
ম্যাক্রোঁ আরও বলেন, “আমি এই স্বীকৃতির পদক্ষেপ গ্রহণ করব, কারণ আমি মনে করি সময় এসেছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার। আমি এমন একটি সম্মিলিত উদ্যোগের অংশ হতে চাই, যেখানে যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন, তারা এর বিনিময়ে ইসরায়েলকেও রাষ্ট্র হিসেবে মেনে নেবেন—যা অনেকেই এখনো করে না।”
ফ্রান্সের এই ঘোষিত অবস্থানকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন। বার্তাসংস্থা এএফপিকে তিনি বলেন, “ফ্রান্সের স্বীকৃতি হবে ফিলিস্তিনের অধিকার রক্ষার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং দ্বিরাষ্ট্র নীতির বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ।”
উল্লেখ্য, ফ্রান্স দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ফিলিস্তিনকে পৃথক দুটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়ে আসছে, তবে এতদিন আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। এবার সেই অবস্থানে পরিবর্তন আসতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
তবে বিশ্লেষকরা মনে করছেন, ফ্রান্সের এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হতে পারে ইসরায়েল। তাদের মতে, ফিলিস্তিনকে এখনই স্বীকৃতি দেওয়া হবে “অসময়োচিত” এবং “অপরিপক্ব” একটি পদক্ষেপ।