1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

মানুষের মস্তিষ্ক ভাষা বোঝে এআইয়ের মতো ধাপে ধাপে

  • আপডেট টাইম : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

মানুষ কীভাবে কথা বোঝে—এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গবেষকরা একটি চমকপ্রদ তথ্য পেয়েছেন। তারা দেখেছেন, মানুষের মস্তিষ্ক যখন কথ্য ভাষা বোঝে, তখন এটি ধাপে ধাপে কাজ করে—যেমনটি বড় কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষা মডেল (যেমন GPT-2 বা Llama 2) করে।

হিব্রু বিশ্ববিদ্যালয়ের ড. এরিয়েল গোল্ডস্টেইনের নেতৃত্বে এবং গুগল রিসার্চ ও প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহযোগিতায় এই গবেষণা করা হয়েছে।

গবেষণায় অংশগ্রহণকারীদের ৩০ মিনিটের একটি পডকাস্ট শোনানো হয়। এই সময় তাদের মস্তিষ্কে বৈদ্যুতিক সংকেত (ECoG) নথিভুক্ত করা হয়। বিশ্লেষণে দেখা যায়, প্রতিটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক ধাপে ধাপে তথ্য প্রক্রিয়াকরণ করে।

মস্তিষ্কের প্রাথমিক প্রতিক্রিয়া শব্দের সহজ বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রতিক্রিয়ায় মস্তিষ্ক অর্থ, প্রেক্ষিত ও ভাব বোঝার কাজ করে। এই ধাপগুলো ঠিক সেই একইভাবে কাজ করে যেভাবে এআই মডেল ভাষা বিশ্লেষণ করে।

ভাষা বোঝার গুরুত্বপূর্ণ কেন্দ্র ব্রোকা এলাকায় দেখা যায়, গভীর স্তরের প্রতিক্রিয়া। অর্থাৎ এআই মডেলের গভীর স্তরের মতো, মস্তিষ্কও পরবর্তী পর্যায়ে গভীরভাবে অর্থ বিশ্লেষণ করে।

ড. গোল্ডস্টেইন বলেছেন,“মস্তিষ্কের প্রতিটি ধাপ যেন এআই মডেলের ধাপের সঙ্গে মিলছে। আমরা সত্যিই বিস্মিত হয়েছি।”

আগে বিজ্ঞানীরা ভাবত, ভাষা বোঝার জন্য কেবল নিয়ম ও শব্দের কাঠামোই গুরুত্বপূর্ণ। কিন্তু এই গবেষণা দেখিয়েছে, মস্তিষ্ক প্রেক্ষিত ও প্রাসঙ্গিকতার ওপর অনেক বেশি নির্ভর করে। অর্থাৎ অর্থ ধীরে ধীরে তৈরি হয়, নতুন শব্দের সঙ্গে বদলে যায় এবং প্রসঙ্গ অনুযায়ী বোঝা হয়।

গবেষকরা এই গবেষণার সব তথ্য—মস্তিষ্কের সংকেত ও ভাষা সম্পর্কিত ডেটা—সবার জন্য উন্মুক্ত করেছেন। এর ফলে অন্যান্য বিজ্ঞানীরা পরীক্ষা করতে পারবেন, মানুষের ভাষা বোঝার পদ্ধতি আরও ভালোভাবে বুঝতে পারবেন।

মানুষ আর এআই—দু’টি ভিন্ন কাঠামো হলেও ভাষা বোঝার পথে তারা যেন একই পথ ধরে এগোয়। এই আবিষ্কার আমাদের জানিয়ে দেয়, কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু প্রযুক্তি নয়, মানুষের চিন্তাপ্রক্রিয়া বোঝার শক্তিশালী হাতিয়ারও হতে পারে।

সূত্র: Nature Communications, 2025

Share this Post in Your Social Media

এই ধরনের আরও খবর
Copyright © 2026, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Theme Customized By BreakingNews