নিজস্ব প্রতিবেদক
উখিয়া টেকনাফের সাবেক সাংসদ আবদুর রহমান বদির ছোট ভাই মৌলভী মুজিবুর রহমানের বিরুদ্ধে প্রতারনা মুলক উপজাতিদের জমি দখলে নেয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। ইতি পূর্বে মৌলভী মুজিবের বিরুদ্ধে ভুমিদূস্যুতা,ইয়াবা ব্যবসাসহ আরো অপকর্মের অভিযোগ ছিল।তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা ভুক্ত ইয়াবা কারবারী।সদ্য বরখাস্তকৃত কারান্তরীন টেকনাফ থানার ওসি প্রদিপের সাথে তার পরিবারের গভীর সখ্যতা থাকায় মৌলভী মুজিব ক্রস ফায়ার থেকে বেঁচে যায়।তখনও তিনি মোটা অংকের টাকা দিয়ে পুলিশকে বসে এনে এলাকায় চলাফেরা করতেন বলে লোকেমুখে শুনা যায়।সম্প্রতি জেলায় নতুন পুলিশ সুপার যোগদান করার পর ইয়াবা ব্যবসায়ীদের হাল নাগাদ তালিকা করার ঘোষনা দেয়া হলে আবার মন্ত্রণালয়ে দৌড়-ঝাঁপ শুরু করেছেন বলে শুনা যাচেছ।টেকনাফ চৌধুরী পাড়ার জনৈক মং খাইন পিতা –চিং থোয়াই জানান,১৯৮২ সালে ভূঁয়া ওয়ারিস দেখিয়ে তাদের মালিকানাধীন জমি রেজিষ্ট্রী করে নেন। মং খাইন প্রতিবেদক আরো জানান টেকনাফ মৌজার আর,এস খতিয়ান ১৫৫ এম,আর,আর ৬৮৯ খতিয়ানের বি,এস ১৯৭৪ নং খতিয়ানের মোট ৪ একর জমি ভূঁয়া ওয়ারিশ দেখাইয়া রেজিষ্ট্রী করে নেন। এ ছাড়া মৌলভী মুজিব ক্ষমতার দাপট দেখিয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের জমি দখলে করে নেন। মৌলভী মুজিব ক্ষমতার অপব্যবহার করে জোর পূর্বক তাদের অন্যান্য ওয়ারিশের জমি দখল ও রেজিষ্ট্রী করে নেন। ওয়ারিশদের তিনি মামলা মোকাদ্দমা করলে খুন করবে বলেও সন্ত্রাসী দিয়ে হুমকি প্রদান করেন।তাই সংখ্যালুঘু হওয়ায় মং খাইনের পরিবার মামলা মোকাদ্দমা করতে ভয় পাচ্ছেন।এ ব্যাপারে তিনি সংশ্লীষ্ঠ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।তিনি আরো জানান এ বিষয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রী,ভূমিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর দফতরে আবেদন করবেন।এ ভোক্ত ভোগী পরিবার এ জমি ক্রয় করার আগে যাচাই বাচাই করে দেখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।