নিজস্ব সংবাদদাতা
জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।গত ২৩ সেপ্টেম্বর ২০ এ উপলক্ষে দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ঢাকাস্থ কার্যালয়ে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আজকের বসুন্ধরা পত্রিকার সম্পাদক এস এম শওকত হোসেন, প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানা।উক্ত অনুষ্ঠানে দেশের সকল বিভাগ,জেলা,উপজেলার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সঠিক সংবাদ পরিবেশনের জন্য প্রতিনিধিদের পুরস্কৃত করা হয়।চট্রগ্রাম বিভাগ থেকে সাংবাদিকতায় বিশেষ অবদান ও সঠিক সংবাদ পরিবেশনের জন্য পুরস্কার স্বরুপ ক্রেষ্ট গ্রহন করছেন অনলাইন নিউজ পোর্টাল নিউজকক্সবিডির সম্পাদক, দৈনিক বসুন্ধরা পত্রিকার সহকারী ব্যুরো আমানুল ইসলাম।তিনি এছাড়াও সাপ্তাহিক অভিযোগ পত্রিকার কক্সবাজার জেলার দায়িত্ব পালন করেন।বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার দৈনিক বসুন্ধরা পত্রিকা,নিউজ কক্সবিডি ও অভিযোগ পত্রিকা পরিবারের পক্ষ থেকে সম্পাদক আমানুল ইসলামকে অভিনন্দন জানানো হয়।আমানুল ইসলাম দীর্ঘ দিন ধরে ধৈর্য ও সততার সাথে সাংবাদিকতা করে যাচ্ছেন।আগামীতে আরো সুন্দর ভাবে দায়িত্ব পালন করার জন্য সকলের সহযোগীতা কামনা করছেন।