নিজস্ব সংবাদদাতা
কক্সবাজারের ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সায়মুন সংসদকে কাজের স্বীকৃতি দিয়েছেন সরকার ।গতকাল ২৮ অক্টোবর বিকাল ৩টায় কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে জেলা সমাজসেবা অধিদফতর কতৃক আয়োজিত অনুদানের চেক বিতরন অনুষ্ঠানের মাধ্যমে এই স্বীকৃতি প্রদান করা হয়।সমাজসেবায় বিশেষ অবদানের জন্য ২০২০-২০২১ অর্থ বছরে জেলার কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সরকারী অনুদান দেয়ার জন্য বাচাই করা হয়।কক্সবাজার পৌরসভায় সায়মুন সংসদকে মনোনীত করা হয়। সায়মুন সংসদের অনুদান গ্রহন করেন সায়মুন সংসদের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবছারের পক্ষে সাধারন সম্পাদক মাষ্টার সেলিম উদ্দিন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমদ স্বাগত বক্তব্য রাখেন সফি উদ্দিন সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়,কক্সবাজার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদুল আলম উপ -পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়।সমাজসেবা কার্যালয়ের উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ এবং সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।সরকার এ বছর কক্সবাজার জেলায় ৬১টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুদান দেয়ার জন্য নির্বাচিত করেছে।