মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নাফিজা জান্নাত আনজুমকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জেলাজুড়ে উত্তাল প্রতিবাদ ও বিক্ষোভের ঝড় উঠেছে। সোমবার (২৩ জুন) মৌলভীবাজার জেলা শহরে হাজারো মানুষের অংশগ্রহণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নিহত আনজুম বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্রী ছিলেন। তার হত্যার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটিসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী সোসাইটির সভাপতি এম মুহিবুর রহমান মুহিব। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ইমাদ উদ দীন ও আবু সামাদ সুজেল। বক্তারা আনজুম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও অভিযুক্ত জুনেল মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন জেলা জজ আদালতের পিপি ড. আব্দুল মতিন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস. এম. উমেদ আলী, কুলাউড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, পৌরসভা জামায়াতের আমীর প্রভাষক তাজুল ইসলাম, এপিপি নিয়ামুল ইসলাম, নিহতের বাবা আব্দুল খালিক, ভাই আফিফ ইসলাম রাদিন এবং সমাজিক সংগঠন স্পন্দনের সভাপতি ইহাম মোজাহিদসহ অনেকে।
সমাবেশ শুরুর আগে আনজুমের গ্রামের শত শত নারী-পুরুষ বাসযোগে শহরে এসে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভে যোগ দেন। চাঁদনীঘাট, চৌমুহনা, প্রেসক্লাব মোড় ও আদালত চত্বরজুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভের ঢল।
গত ১২ জুন প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় আনজুম। তার নিখোঁজের দুই দিন পর, ১৪ জুন বিকেলে বাড়ির পাশের ছড়ার ধারে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ঘটনার পরপরই প্রতিবেশী জুনেল মিয়াকে আটক করে পুলিশ। তদন্তে উঠে আসে, ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত ওই ব্যক্তি।
বক্তারা অবিলম্বে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি পাঠানো এবং বিচার প্রক্রিয়া দ্রততম সময়ে সম্পন্ন করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। প্রশাসনকেও দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।