আন্তর্জাতিক ডেস্ক
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লাতিন আমেরিকা নিয়ে আরও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছেন। তিনি কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুমকি দিয়ে ইঙ্গিত দেন, তার সরকার বেশিদিন টিকবে না এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পারে।
একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, কিউবা দ্রুত পতনের পথে এবং আলাদা সামরিক অভিযান ছাড়াই দেশটির সরকার ভেঙে পড়বে। এসব মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে কলম্বিয়া। প্রেসিডেন্ট পেত্রো লাতিন আমেরিকার দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আন্তর্জাতিক অঙ্গনে এসব হুমকিকে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে।
সূত্র: আলজাজিরা