লাইফস্টাইল প্রতিবেদক
মাইগ্রেনের মাথাব্যথা কষ্টদায়ক ও দৈনন্দিন জীবনের গতি থামিয়ে দিতে পারে। আপনি জানেন কি — কিছু সাধারণ খাবারই এই ব্যথা বাড়িয়ে দিতে পারে?
জেনে নিন এখনই কোন কোন খাবার মাইগ্রেন ট্রিগার করতে পারে –
১. পুরোনো চিজ
টাইরামিন নামক উপাদান মাইগ্রেনের ঝুঁকি বাড়ায়।
২. চকলেট
কিছু মানুষের ক্ষেত্রে এটি মাথাব্যথার সরাসরি কারণ।
৩. রেড ওয়াইন ও অন্যান্য অ্যালকোহল
সালফাইট ও টাইরামিন মাথাব্যথা শুরু করতে পারে।
৪. প্রসেসড মাংস (সসেজ, হটডগ)
নাইট্রাইট ও রাসায়নিক সংরক্ষক বিপজ্জনক হতে পারে।
৫. অতিরিক্ত লবণযুক্ত খাবার
সোডিয়াম বেশি হলে ডিহাইড্রেশন, তারপর ব্যথা।
৬. ক্যাফেইন
অতিরিক্ত বা হঠাৎ কমিয়ে দিলে “রিবাউন্ড হেডেইক” হতে পারে।
৭. ঠান্ডা খাবার ও পানীয়
দ্রুত খেলে “ব্রেইন ফ্রিজ” হয়ে মাইগ্রেন ট্রিগার হতে পারে।
মাইগ্রেন নিয়ন্ত্রণে থাকলেও, ভুল খাবার বেছে নেওয়া মানেই আবার ব্যথার শুরু!
Leave a Reply