রাজনৈতিক অস্থিরতার সময় প্রতিপক্ষকে ঘায়েল করতে মামলা দেওয়ার ঘটনা অনেক আগে থেকেই চলে আসছে। রাজনৈতিক অস্থিতিশীলতাকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, বিশেষ করে পুলিশে গ্রেপ্তার বাণিজ্য চলে। রাজনৈতিক প্রতিপক্ষের নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার করা হয়। মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পরবর্তীকালে এসব মামলার কোনো সাক্ষীসাবুদ পাওয়া যায় না। এমনকি এসব মামলার বাদী যে পুলিশ বা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, তারাও আদালতে সাক্ষি দিতে যায় না। মাঝখানে কিছু মানুষ হয়রানির শিকার হয়।
সেই পুরনো ঘটনা যেন আবার নতুন করে প্রত্যক্ষ করা গেল গত কয়েক মাসে।