1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন জাতির বড় চ্যালেঞ্জ: সালাহউদ্দিন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই এখন জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দিতে পারে। ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে ভবিষ্যতে তা আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।”

তিনি আরও বলেন, “সরকারের সাফল্য যেমন রয়েছে, ব্যর্থতাও আছে। তবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে না পারলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই অবশিষ্ট থাকবে না।”

একই অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, ভোট নিয়ে জনগণের যে দুশ্চিন্তা রয়েছে, তা দূর করা সরকারের দায়িত্ব। তারা জোর দিয়ে বলেন, বিশ্বাসযোগ্য নির্বাচন না হলে রাজনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হবে।

Share this Post in Your Social Media

Comments are closed.

এই ধরনের আরও খবর
Copyright © 2025, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Weekly Desher Chitra developed by LogoMyface