নিজস্ব প্রতিবেদক
তুলা আমদানির ওপর আরোপিত ২ শতাংশ অগ্রিম আয়কর (AIT) অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
শনিবার রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায়, এই কর আরোপ দেশের টেক্সটাইল খাতের জন্য আত্মঘাতী হতে পারে। এতে শিল্পক্ষেত্রে সংকট বাড়বে এবং একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রে গার্মেন্টস খাত হুমকিতে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন নেতারা।
সংগঠনের প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল বলেন, “তুলা আমদানিতে ২% অগ্রিম কর দেশের উৎপাদকদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এটা অবিলম্বে বাতিল করতে হবে।”
সংবাদ সম্মেলনে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়। তার মধ্যে রয়েছে:
শওকত আজিজ বলেন, “আয় না হলেও আয়করের নামে কর দিতে হচ্ছে—এমন নজির বিশ্বের কোথাও নেই।”
বিটিএমএ আরও জানায়, সরকার ৭ জুলাইয়ের মধ্যে এই অগ্রিম কর স্থগিত না করলে শিল্প মালিকরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবেন।
There’s a certain magic in the way you make even the most abstract ideas feel personal and real.