1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাশকতা আতঙ্কে জনজীবন: নিরাপত্তায় চাই কঠোরতা ও আস্থা সুপারফুড: স্বাস্থ্যরক্ষায় প্রকৃতির আশ্চর্য সম্পদ ডিএনএ বিশ্লেষণে প্রকাশ: হিটলারের গোপন জেনেটিক যৌন বিকলতা দিল্লির রেড ফোর্টে ভয়াবহ বিস্ফোরণ: ১২ নিহত, সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত শুরু ‘বড় নাশকতার পরিকল্পনা’, সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার গাজীপুরে পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা আটক ঢাকা–সিলেট মহাসড়কে নাশকতার পরিকল্পনা, নবীগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা আটক দেশজুড়ে সহিংসতার জোয়ার: ১৮ স্থানে হামলা, ঢাকায় কড়ায়গণ্ডায় নিরাপত্তা শেখ হাসিনার সাক্ষাৎকার ইস্যুতে ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব, বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ সারাদেশে চাঁদাবাজি: বিএনপির প্রার্থী আজহারুল মান্নানের বিতর্কিত বক্তব্য

ইমামদের সম্মান রক্ষা হোক: বেতন বাড়ানো ও নির্যাতন বন্ধে জাতীয় পদক্ষেপ জরুরি

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ধর্ম প্রতিবেদক

ইসলামি সংস্কৃতিতে ইমাম হলেন সমাজের নৈতিক পথপ্রদর্শক। শুধু নামাজের ইমামতিই নয়,তিনি হয়ে ওঠেন মানুষের বিশ্বাস, শিক্ষা, ও শান্তির প্রতীক। অথচ বাংলাদেশের অনেক অঞ্চলে এই ইমামগণ রয়েছেন অবহেলার শিকার। বেতন অপ্রতুল, সম্মান অনিশ্চিত, এমনকি কোথাও কোথাও ইমাম নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

দেশের অধিকাংশ মসজিদে ইমামদের মাসিক বেতন ৩,০০০ থেকে ৮,০০০ টাকা। শহরের কিছু নামকরা মসজিদে বেতন কিছুটা ভালো হলেও, গ্রামীণ ও ছোট মসজিদে ইমামদের অবস্থা করুণ। অনেক সময় শুধু মুসল্লিদের অনুদান বা দানের উপর নির্ভরশীল থেকে জীবন চালাতে হয়। পরিবার নিয়ে এক অস্থির জীবনযাপন করেন তারা।

সম্প্রতি দেশের কয়েকটি জেলায় ইমামদের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এসেছে। কোথাও কোনো রাজনৈতিক বক্তব্য না দেওয়ায় ইমামকে অপসারণ,কোথাও আবার মসজিদের আয় নিয়ে প্রশ্ন করায় শারীরিক হেনস্তা ।এমনকি নির্দিষ্ট ব্যক্তিদের পক্ষ না নেওয়ার কারণে হুমকির মুখেও পড়েছেন কেউ কেউ

এই বাস্তবতায় অনেক ইমাম তাদের পেশাগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। একজন ইমাম সমাজে প্রতিদিন পাঁচবার মুসল্লিদের সামনে দাঁড়ান, বিয়ে পড়ান, জানাজা পরিচালনা করেন, মানুষকে দ্বীনের শিক্ষা দেন। কিন্তু তার নিজের জীবনের প্রতি যখন সমাজের দায়বদ্ধতা থাকে না, তখন সে সমাজে ধর্মের মর্যাদা রক্ষাও দুর্বল হয়ে পড়ে।

ধর্মভিত্তিক সংগঠন ও সচেতন মুসল্লিরা এখন ইমামদের জন্য নিচের দাবিগুলো জোরালোভাবে উত্থাপন করছেন—
১. ন্যূনতম ১৫,০০০ টাকা বেতন রাষ্ট্রীয়ভাবে নির্ধারণ
২. ইমামদের অবমাননা ও নির্যাতন রোধে আইনগত ব্যবস্থা
৩. ওয়াকফ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত
৪. ইমাম কল্যাণ ট্রাস্টকে সক্রিয় ও স্বচ্ছ রূপে পরিচালনা
৫. ইমামদের জন্য স্বাস্থ্যবীমা ও আবাসন সুবিধা

২০২০ সালে ‘ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট’ গঠনের ঘোষণা এলেও এর কার্যকারিতা এখনও প্রশ্নবিদ্ধ। ধর্ম মন্ত্রণালয় বলছে, প্রক্রিয়াধীন বিভিন্ন প্রকল্প রয়েছে, তবে বাস্তবে তার সুফল পাচ্ছেন না অধিকাংশ ইমাম।”

ইমামদের বেতন বাড়ানো ও নির্যাতন বন্ধ এখন শুধু ধর্মীয় দাবি নয়, এটি নৈতিক দায়িত্ব ও মানবিক কর্তব্য। সমাজের নৈতিক ভিত্তি যদি টিকিয়ে রাখতে চাই, তবে যারা সে ভিত্তিকে পরিচালনা করেন—তাদের জীবনও মর্যাদার হতে হবে।

Share this Post in Your Social Media

Comments are closed.

এই ধরনের আরও খবর
Copyright © 2025, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Weekly Desher Chitra developed by LogoMyface