1. desherchitrabd@gmail.com : Desher DesherChitra : Desher Chitra
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

জুমার দিনের করণীয় কাজসমূহ: কোরআন ও হাদীসের আলোকে

  • আপডেট টাইম : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

মাওলানা মুহাম্মদ জাকির হোসাইন

জুমার দিনের করণীয় কাজসমূহ: কোরআন ও হাদীসের আলোকে

ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ ও তাৎপর্যবাহী একটি দিন। জুমার নামাজকে আল্লাহ তাআলা মুসলমানদের জন্য এক বিশেষ ইবাদত হিসেবে নির্ধারণ করেছেন। এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা কোরআন ও হাদীস দ্বারা সুস্পষ্টভাবে নির্ধারিত। এ প্রবন্ধে আমরা কোরআন ও হাদীসের আলোকে জুমার দিনের করণীয় বিষয়গুলো আলোচনা করবো।


জুমার দিনের গুরুত্ব ও মর্যাদা

আল-কুরআনের বক্তব্য:

আল্লাহ তাআলা বলেন:

“হে ঈমানদারগণ! যখন জুমার দিনের নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ত্যাগ কর। এটা তোমাদের জন্য শ্রেয়, যদি তোমরা জানতে।”
(সূরা জুমু‘আহ, আয়াত ৯)

এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, জুমার নামাজ শুধু একটি নামাজ নয়; বরং এটি এমন এক ইবাদত, যার জন্য অন্য সকল দুনিয়াবি কাজ থেকে বিরত থাকা ফরজ করা হয়েছে।


হাদীসের আলোকে জুমার দিনের ফজিলত

রাসূলুল্লাহ (সা.) বলেন:

“সূর্য যেদিন উদিত হয়, সেই দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। এই দিনে আদম (আঃ)-কে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাঁকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আর কিয়ামতও হবে জুমার দিনেই।”
(সহীহ মুসলিম: ৮৫৪)


জুমার দিনের করণীয় কাজসমূহ

১. গোসল করা ও পরিচ্ছন্নতা বজায় রাখা

রাসূল (সা.) বলেন:

“যে ব্যক্তি জুমার দিনে গোসল করে, উত্তমভাবে পবিত্রতা অর্জন করে, ভালো কাপড় পরে, সুগন্ধি ব্যবহার করে এবং যথাসময়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে — তার আগের জুমা থেকে এ জুমা পর্যন্ত ও অতিরিক্ত তিনদিনের গুনাহ মাফ করে দেওয়া হয়।”
(সহীহ মুসলিম: ৮৫৭)

গোসল করা জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নত। এতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা যেমন নিশ্চিত হয়, তেমনি মসজিদের পরিবেশও সুগন্ধময় ও পরিচ্ছন্ন থাকে।

২. আগে আগে মসজিদে যাওয়া

নবী (সা.) বলেন:

“যে ব্যক্তি জুমার দিন প্রথম প্রহরে মসজিদে যায়, সে যেন একটি উট কোরবানি করলো; পরের জন যেন একটি গাভী কোরবানি করলো; এরপরের জন যেন একটি ভেড়া কোরবানি করলো…”
(সহীহ বুখারী: ৮৮৭)

প্রথম দিকে মসজিদে গেলে অধিক সওয়াব পাওয়া যায়।

৩. সূরা কাহফ পাঠ করা

রাসূল (সা.) বলেন:

“যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পাঠ করে, তার দুই জুমার মধ্যবর্তী সময় আলোকিত করে দেওয়া হয়।”
(হাদীস: আল-হাকিম, সহীহ)

সূরা কাহফ পড়া এই দিনের বিশেষ আমল। এতে দুনিয়াবি ও আখিরাতের অনেক ফজিলত রয়েছে।

৪. অধিক পরিমাণে দরুদ পাঠ করা

নবী (সা.) বলেন:

“তোমরা জুমার দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো; কেননা তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয়।”
(আবু দাউদ: ১৫৩১)

জুমার দিন হলো নবীর প্রতি দরুদ পাঠের শ্রেষ্ঠ সময়।

৫. খুতবা মনোযোগ দিয়ে শোনা

খুতবার সময় কথা বলা, মোবাইল ব্যবহার বা অন্য কোনো কিছু করা নিষিদ্ধ। নবী (সা.) বলেন:

“যদি তুমি খুতবা চলাকালে কাউকে ‘চুপ কর’ বলো, তবে তুমি নিজেই অনর্থক কথা বললে।”
(সহীহ বুখারী ও মুসলিম)

এটি বোঝায়, খুতবার সময় সম্পূর্ণ মনোযোগসহ শ্রবণ করাই একমাত্র করণীয়।

৬. জুমার নামাজ আদায় করা

জুমার নামাজ ফরজ এবং তা ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। রাসূল (সা.) বলেন:

“যে ব্যক্তি বিনা কারণে তিন জুমা নামাজ পরপর ছেড়ে দেয়, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন।”
(তিরমিযী: ৫০০)

৭. দোয়া ও ইস্তিগফার করা

নবী (সা.) বলেন:

“জুমার দিন এমন একটি সময় আছে, যে সময় বান্দা দোয়া করলে, তা কবুল করা হয়।”
(সহীহ মুসলিম: ৮৫২)

ইমামদের মতে, এই সময়টি ইমামের খুতবার সময় থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত অথবা আসরের পরে সূর্যাস্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত হতে পারে।

৮. আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির সুযোগ

জুমার দিন হচ্ছে সাপ্তাহিক ঈদ। এই দিনে প্রতিটি মুসলমানের উচিত নিজ আমলনামার দিকে ফিরে তাকানো, নিজেকে সংশোধনের চেষ্টা করা এবং খাঁটি তওবা করা।


জুমার দিনের কিছু বর্জনীয় বিষয়

  • জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করা।
  • খুতবার সময় কথা বলা বা মোবাইল চালানো।
  • পরিচ্ছন্নতা ছাড়া মসজিদে যাওয়া।
  • জুমার গুরুত্ব হালকা ভাবে নেওয়া।

জুমার দিন হলো মুসলমানদের সাপ্তাহিক সম্মেলনের দিন, একটি বিশেষ ইবাদতের দিন, আত্মশুদ্ধির দিন এবং আল্লাহর রহমত লাভের দিন। কোরআন ও হাদীসে এই দিনের ফজিলত ও করণীয় স্পষ্টভাবে নির্ধারিত। মুসলমানদের উচিত এই দিনের প্রতি যত্নবান হওয়া, জুমার নামাজের পূর্ব প্রস্তুতি গ্রহণ করা, খুতবা মনোযোগ সহকারে শোনা, বেশি বেশি দোয়া, দরুদ ও ইবাদতে ব্যস্ত থাকা।

আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জুমার দিনের গুরুত্ব অনুধাবন করে সে অনুযায়ী আমল করার তাওফিক দেন।

আমীন।

Share this Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই ধরনের আরও খবর
Copyright © 2025, সাপ্তাহিক দেশের চিত্র. All rights reserved.
Weekly Desher Chitra developed by LogoMyface